উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়
রোড নং-০৮,বাসা নং-০৮ধাপ ইঞ্জিনিয়ার পাড়া,
বাংলাদেশ ব্যাংক মোড়, রংপুর
এক নজরে বস্ত্ রও পাট মন্ত্রণালয় এ রপট ভূমি:-
১৯৭৩সালে পাট মন্ত্রণালয় এবং ১৯৭৭ সালে বস্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। ইতঃপূর্বে এ দুটি মন্ত্রণালয়ের কার্যক্রম শিল্পমন্ত্রণালয়ের আওতাধীন ছিল। ১৯৮২ সাল পর্যন্ত এ দুটি মন্ত্রণালয় দুটি বিভাগ হিসেবে শিল্পও বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত ছিল। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি বিভাগের মধ্যে দুটি বিভাগ তখন ছিল যথাক্রমে পাট বিভাগ ও বস্ত্র বিভাগ।
১৯৮৪ সালের প্রথম ভাগে মন্ত্রণালয় সমূহ পুনর্গঠন কালে পাট বিভাগ ও বস্ত্রবিভাগকে শিল্পও বাণিজ্য মন্ত্রণালয় থেকে পৃথক করে পাট ও বস্ত্র মন্ত্রণালয় নামে পৃথক মন্ত্রণালয় গঠন করা হয় ।কার্যতঃমন্ত্রিপরিষদ বিভাগের ৮জুলাই১৯৮৬ তারিখে বিজ্ঞপ্তি মূলে এদুটি মন্ত্রণালয় স্বতন্ত্রমন্ত্রণালয় হিসেবে কাজ শুরু করে। অতঃপর ২০০৪সালের ৬মে পাট মন্ত্রণালয় ও বস্ত্র মন্ত্রণালয়কে একীভূত করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় হিসেবে আদেশ জারি করা হয়। এরপর হতে বস্ত্রও পাট মন্ত্রণালয় নতুন ভাবে কার্যক্রম শুরু করে।